ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে সরকারী কাজের ভাগাভাগি নিয়ে এক ইউপি সদস্যের চেয়ারের আঘাতে সহকর্মী অপর ইউপি আহত হয়েছেন। আহত ইউপি সদস্য সদস্য ইলিয়াস আলীকে মূমুর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের উপস্থিতি এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের উপস্থিতিতে পরিষদের সদস্যদের নিয়ে ইউনিয়নের উন্নয়নমূলক কাজের বৈঠক চলছিল। এসময় এলজিএসপির কাজের অংশ নিয়ে ২নং ওয়ার্ডের সদস্য ইলিয়াস আলীর সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন ৯নং ওয়ার্ডের সদস্য এমরান মিয়া।
উত্তপ্ত বাক-বিতন্ডার এক পর্যায়ে নিজের বসার চেয়ার দিয়ে ইউপি সদস্য ইলিয়াস আলীকে স্বজোরে আঘাত করেন ইউপি সদস্য এমরান মিয়া। চেয়ারের আঘাতে সে গুরুতর আহত হলে তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা কয়।
এদিকে পরিষদে থাকা অন্যান্য ইউপি সদস্যরা ধাওয়া করে চেচান এলাকায় ধরে এমরান মিয়াকে উত্তম-মধ্যম দেন। দক্ষিণ খুরমা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মছব্বির বিষয়টি স্বীকার করেছেন ।