লন্ডন প্রতিনিধি::
জগন্নাথপুরের মেয়ে আয়েশা কোরেশি এবার যুক্তরাজ্যে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। সম্প্রতি জাস্টিস অব পিস ( জেপি) হিসাবে নিয়োগ পেয়েছেন তিনি। জেলার জগন্নাথ পুর উপজেলার শাহারপাড়া গ্রামের মোল্লা বাড়ীর মেয়ে তিনি। তার পিতা ছমদু মিয়া কোরেশী। আয়েশা কমিনিউটি এ্যাক্টিভিস্ট সাবেক কাউন্সিলর আবদাল উল্যাহ্ সহধর্মিনী।
দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে অন্যতম আয়শা কোরেশী পাঁচ বৎসর বয়সে পারিবারিক সূত্রে ইংল্যান্ড চলে যান। বৃটিশ মুলধারার শিক্ষায় শিক্ষিত এই বৃটিশ বাংলাদেশী নিজ মেধা ও গুণে নানা ক্ষেত্রে সফলতা অর্জন করেন তিনি। বিলেতে বাঙালী নারীদের মধ্যে যারা কমিউনিটিকে আলোকিত ও সমৃদ্ধশালী করে যাচ্ছেন সেসব নারীদের মধ্যে অন্যতম তিনি।
জানা গেছে আয়েশা কোরেশী হচ্ছেন প্রথম ব্রিটিশ বাঙালি নারী যিনি জেপি হওয়ার গৌরব অর্জন করলেন। গত ২৮ জুন তিনি ক্রাউন কোর্টে দায়িত্ব নিয়েছেন।