স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এলজিএসপি-৩ প্রকল্পের অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন। ২৩ সেপ্টেম্বর বৃহষ্পতিবার উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের একাধিক প্রকল্প ঘুরে দেখেন তিনি। প্রকল্পগুলো স্থানীয় সরকারের নির্দেশনা মেনে বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। কোন প্রকল্পে যাতে নয়ছয় না হয় সেদিকে স্থানীয় নাগরিকদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও শিমুলবাক ইউনিয়ন পরিষদ কর্তৃক এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে নির্মিত যাত্রী ছাউনীর উদ্বোধন করেন মো. জাকির হোসেন।
এসময় তার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা সখিনা আক্তার, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, স্থানীয় সরকার শাখার ইএলজি প্রকল্পের ডিএফ সৈয়দ নজরুল ইসলাম, এলজিএসপি কমসূচির ডিএফ মিঠু রঞ্জন দাশ প্রমুখ।