স্টাফ রিপোর্টার::
বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা বের করেন। নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করে রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয়ে এসে জন্মদিনের কেক কাটেন। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। নেতাকর্মীরা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
আলোচনায় প্রধান অতিথি জুবের আহমদ অপু বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধু তার পিতার স্বপ্নই বাস্তবায়ন করেননি। তিনি উন্নয়নে বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি এখন সারা বাঙালির শীর্ষ নেতা। এখন বিশ্ববাসী তাঁকে শ্রদ্ধা করে। জাতিসংঘসহ বিশ্বনেতারা তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন, আমাদের নেত্রীকে শক্তি ও সমর্থন দিয়ে দেশবাসীর জন্য কাজ আরো বেশি কাজ করে যাওয়ার সুযোগ করে দিতে হবে। তার হাতকে শক্তিশালী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট বুরহান উদ্দিন, মখলিছুর রহমান প্রমুখ।