স্টাফ রিপোর্টার::
হাওর বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা কমিটির সহ-সভাপতি ও হবিবপুর ইউপির ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাশ না ফেরার দেশে চলে গেছেন। ২৮ সেপ্টেম্বর সকালে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দুপুরে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাঁকে পারিবারিক শ্মশানে সমাধিস্থ করা হয়। পাশাপাশি তিনি ২০১৭সাল থেকে হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ছিলেন। তাঁর ছেলে শ্রীকৃষ্ণ দাশ বলেন, আমার বাবার প্রথমে একাধিক রিপোর্টে দেখা গেছে যক্ষ্মারোগে আক্রান্ত হয়েছেন তিনি। পরবর্তীতে সিটিস্ক্যান করা হলে ক্যান্সার রোগ ধরা পড়ে। অবস্থার আরো অবনতি হলে ঢাকায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় তাঁকে। কিন্তু কোনো কাজ হয়নি। বেশকিছু দিন ধরে তাঁর বাবা এই ব্যাধিতে ভোগছিলেন বলে জানান তিনি।