স্টাফ রিপোর্টার::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন আলাদাভাবে পালন করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুর ২ টায় শহরের রমিজ বিপণিস্থ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের নেতৃত্বে এবং বেলা ১১ টায় সুনামগঞ্জ শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন নেতা-কর্মীরা। দুটি অনুষ্ঠানেই বিভক্ত নেতাকর্মীরা অংশ নেন।
বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, যুগ্ম সাধারণ অ্যাড. নান্টু রায়, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের, সদস্য সুবীর তালুকদার বাপ্টু, সদস্য রেজাউল আলম নিক্কু, আ.লীগ নেতা মফিজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আ.লীগ নেতা অ্যাড. হাসান মাহবুব সাদী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির ও আবুল কালাম আজাদ, সুরমা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক রশিদ বখত নজরুল, সদস্য প্রদীপ পাল নিতাই, জাকির হোসেন শাহীন, আ.লীগ নেতা সারোয়ার আহমদ, সামছুদ্দীন আহমদ, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি রমজান আলী প্রমুখ।
সদর উপজেলা আ.লীগের নেতা-কর্মী, কৃষক লীগ, জেলা মহিলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এবং শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সদস্যরা একই সময়ে কেক কেটে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন। পরে নেতা-কর্মীদের একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে কালীবাড়ি পয়েন্টে গিয়ে শেষ হয়। এছাড়াও সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
দুপুর ২ টায় শহরের রমিজ বিপণীস্থ আ.লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, অ্যাড. রইছ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম, জেলা পরিষদ সদস্য হোসেন আলী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শীতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, সদর উপজেলা যুবলীগ সভাপতি এহসানুল হক উজ্জ্বল, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবাব মিয়া তালুকদার, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেমন্ত তালুকদার, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান প্রমুখ।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে কেক কেটেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। মঙ্গলবার সন্ধ্যার পর সুনামগঞ্জ পৌরসভায় মেয়রের কক্ষে এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাড. চান মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায় প্রমুখ।
জেলা কৃষক লীগের কার্যালয়ে দুপুরে কেক কাটা হয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, যুগ্ম আহ্বায়ক শাহ আলম শেরুল, জেলা কৃষক লীগের সদস্য মেহেদী হাসান চৌধুরী রাসেল, রফিকুল ইসলাম কালা মিয়া, সালমা আক্তার চৌধুরী, আনোয়ারুল হক, সামছুল হক, তাজুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও জেলা মহিলা যুবলীগ কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা হয়। এসময় জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, সাংগঠনিক সম্পাদক লুৎফা বেগম, ধর্মপাশা উপজেলা যুব মহিলা লীগ সভাপতি ইয়াসমিন আক্তার, জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শাহানা আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।