হাওর ডেস্ক ::
দিরাইয়ের কালনী নদীতে বোনের সঙ্গে গোসল করতে নেমে পানিতে যুবে ছয় বছর বয়সী ছোট ভাইের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টম্বর) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। নিহত শিশু দ্বীপ বিশ্বাস উপজেলার করিমপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চানপুর গ্রামের দিনমজুর হরিদাশ বিশ্বাসের ছেলে।
এদিকে, একই সময় পুকুরে ডুবে জেলার দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও গ্রামের হায়দার আলীর ২০ মাস বয়সী ছেলে মিছবাহুল ইসলাম পুকুরের পানিতে ডুবে মারা গেছেউ
দোয়ারাবাজার থানার এসআই সুপ্রাংশু দে দিলু বলেন, বুধবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাও থেকে মিছবাহুল ইসলাম নামক এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে খেলাচ্ছলে পরিবারের লোকদের অগোচরে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে জানান তিনি।