শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় পিষ্ট হয়ে হাফছা (৯) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের জয়নাল মিয়ার মেয়ে। শুক্রবার (০১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার দামোধরতপী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশু মেয়েটি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে সড়ক পারাপারের সময় সিলেটগামী একটি পিকআপ ভ্যান হাফছাকে ধক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হাফছার মৃত্যু হয়। পরে জয়কলস হাইওয়ে থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন জানান, নিহত শিশুর লাশ হাইওয়ে পুলিশ থানা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।