শান্তিগঞ্জ প্রতিনিধি::
ধামাইলগীত রচয়িতা ও লোককবি প্রতাপ রঞ্জন তালুকদারের সৃষ্টি ও কর্মের যথাযথ মূল্যায়ন ও রক্ষার জন্য সুনামগঞ্জের শান্তিগঞ্জকে কেন্দ্র করে সংস্কৃতি কর্মি জয়ন্ত তালুকদার পুল্টনকে সভাপতি ও শ্যামল দেবকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে।
আজ পহেলা অক্টোবর শুক্রবার বেলা ১১টায় শান্তিগঞ্জ সাব-রেজিস্টার অফিস ছাউনীতে শান্তিগঞ্জ উপজেলার নিবেদিত সংস্কৃতি কর্মীগণদের নিয়ে উক্ত কমিটি গঠন করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোক গবেষক মো: মহসীন , মেঠোসুর সম্পাদক ও সংগঠক বিমান তালুকদার, শাহ্ আবদুল করিম পরিষদ উজানধল দিরাইয়ের অর্থ সম্পাদক মাহমুদ আপেল, সাংস্কৃতিক সংগঠক জয়ন্ত কুমার সরকার, পিকলু সরকার।
৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে জুসেন আহমেদ ও চিনু চক্রবর্তীকে সহ সভাপতি, প্রদীপ দাস ছায়েদ হোসেন সবুজকে সহ সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। সাংগঠনিক সম্পাদক মলয় চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, অর্থ সম্পাদক প্রসেন তালুকদার, দপ্তর সম্পাদক রুমন রায়, সহ দপ্তর সম্পাদক রাখাল চন্দ, সাংস্কৃতিক সম্পাদক ধনঞ্জয় দেবনাথ, সহ সাংস্কৃতিক সম্পাদক ইমা সূত্রধর, মহিলা বিষয়ক সম্পাদক মহুয়া দেব মিতু, সহ মহিলা বিষয়ক সম্পাদক টু্ম্পা দেব, প্রচার সম্পাদক জয়ন্ত দেবনাথ, সহ প্রচার সজীব চন্দ, তথ্য ও গবেষনা সম্পাদক শুভ ব্যানার্জী। এছাড়াও সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন- অরুন পুরকায়স্থ, কৃপেশ দাস, বাউল লাল শাহ, শিশির তালুকদার, শুভ দেবনাথ, নিপুল দাস, বাপ্পা দেব, বিধান রায়, জুয়েল দেবনাথ, মৃদুল তালুকদার, ছালিক আহমদ, অলক রায়, রিন্টি চন্দ, মাছুম আহমদ, জয় পাল, মৃদুল তালুকদার।
উক্ত কমিটি আগামী ৭ অক্টোবর প্রতাপ রঞ্জন তালুকদারের ১২শ প্রয়ান দিবস পালনের বিষয়েও অদ্য ঘোষনা দেন।