হাওর ডেস্ক::
মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বীরপ্রতীকের (৭০) নামাজের জানাযা সম্পন্ন হয়েছে। শনিবার (২ অক্টোবর) ভোর ৫টায় দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলায় (আজবপুর) নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকাল ৫টায় টেংরা মাধ্যমিক বিদ্যালয়ে আব্দুল মজিদ বীরপ্রতীকের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার আগে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরআগে সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টারের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ, বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, এডভোকেট নাজমুল হুদা হিমেল, আব্দুল মজিদ বীরপ্রতীকের বড় ছেলে মেজবাউল গণি সুমন, বিএনপি নেতা হারুন অর রশিদ প্রমুখ।