তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চাঁনপুর সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন অবাধে পাচাঁর করা হচ্ছে ভারতীয় গরু। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ১১টি ভারতীয় গরু আটক করেছে লাউড়গড় বিজিবি ক্যাম্পের সদস্যারা।
বিজিবি ও স্থানীয়রা জানায়, উপজেলার চাঁনপুর সীমান্তের ১২০৩নং পিলার সংলগ্ন বারেকটিলা এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আমদানি করছে স্থানীয় চোরাকারবারিরা। এই ঘটনায় সরকারি বিভিন্ন বাহিনীর নাম ভাঙ্গিয়ে ওই চক্র এ কাজ করছে বলে অভিযোগ রয়েছে।
এব্যাপারে লাউড়গড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার কালাম গরু আটকের সত্যতা নিশ্চিত করেছেন।