স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সিলেট সড়কের আহসানমারা সেতুতে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ বড় বাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে। ৭ অক্টোবর বৃহষ্পতিবার বিকেল চারটায় আহসান মারা সেতুতে এ ঘটনা ঘটে। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।
হাইওয়ে পুলিশের এসআই রেজাউল করিম বলেন, মিলন মিয়া বিকেলে শান্তিগঞ্জ থেকে মোটর সাইকেল চালিয়ে তার বাড়িতে যাচ্ছিলেন। এসময় সুনামগঞ্জ থেকে একটি পিকআপ সিলেটের দিকে যাচ্ছিল। আহসানমারা সেতুতে মোটর সাইকেল আরোহী মিলন মিয়াকে পিকআপটি চাপা দেয়। এতে তিনি মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।