স্টাফ রিপোর্টার::
সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘকালের ঐতিহ্য রয়েছে সুনামগঞ্জে। এই ধারা অব্যাহত থাকবে। কেউ এটি বিনষ্ট করার চেষ্টা করলে, কঠোরভাবে তা দমন করা হবে। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার অশুভ উদ্দেশ্যে মেনে নেওয়া যাবে না। আজান, নামাজ ও মসজিদের পবিত্রতা রক্ষা হবে, মন্দির-গীর্জায় পূজা অর্চনা ও প্রার্থনা হবে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য্যে।
শুক্রবার জেলা প্রশাসনের আয়োজনে শহরের বিভিন্ন পূজা কমিটির সভাপতি- সম্পাদক, জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বিশিষ্টজনের উপস্থিতিতে মতবিনিময় সভায় বক্তারা এমন কথা বলেন।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন- বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি
অ্যাডভোকেট বিমান কান্তি রায় প্রমুখ।
পরে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সৌজন্যে মধ্যাহ্ন ভোজে অংশ নেন
বিভিন্ন পূজা কমিটির দায়িত্বশীলরাসহ বিশিষ্টজনেরা।