স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওর অধ্যুষিত জামালগঞ্জে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে। ২২ অক্টোবর শুক্রবার জামালগঞ্জ উপজেলা কুষি প্রশিক্ষণ কমপ্লেক্স এ সভা অনুষ্টিত হয়। সুনামগঞ্জ বন বিভাগের সহায়তায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা সভার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, ইমাম, ছাত্রছাত্রী বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা হাওরবাসীকে ঔক্যবদ্ধ হয়ে হাওরাঞ্চলে পরিযায়ী পাখি শিকার বন্ধে কাজ করার আহ্বান জানান।