স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের সঙ্গে ইফতার করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। ইফতার অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম সাংবাদিকদের সুনামগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য গঠনমূলক লেখার আহ্বান জানান।
সাংবাদিকদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী শাফী, সাংবাদিক বিজন সেনরায়, আজিজুল ইসলাম চৌধুরী, শেরগুলে আহমেদ, লতিফুর রহমান রাজু প্রমুখ।
এসময় জেলা প্রশাসক সাবিরুল ইসলাম সুনামগঞ্জের কৃষকদের তালিকা তৈরিতে প্রশাসনিক প্রক্রিয়ার কথা তুলে ধরেন। তালিকায় কোন অনিয়ম অব্যবস্থা হলে তা নিয়ে সাংবাদিকদের গঠনমূলক লেখার আহ্বান জানান তিনি।