স্টাফ রিপোর্টার:
দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম আহমদ আহমদ তালুকদারের সভাপতিত্বে ও দৈনিক সুনামগঞ্জের সময়ে’র প্রধান বার্তা সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম আহমদ। সম্মেলনে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, বার্তা সম্পাদক অরুন চক্রবর্তী। প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা প্রতিনিধি তরিকুল ইসলাম পলাশ, শান্তিগঞ্জ প্রতিনিধি জামিউল ইসলাম তুরান, জামালগঞ্জ প্রতিনিধি শাহিন আলম, বিশ্বম্ভরপুর প্রতিনিধি আশরাফুল ইসলাম পারভেজ, তাহিরপুর প্রতিনিধি শওকত হাসান, শাল্লা প্রতিনিধি শান্ত তালুকদার, জগন্নাথপুর প্রতিনিধি নয়ন রায়। স্টাফ রিপোর্টারদের মধ্যে বক্তব্য রাখেন কামাল হোসেন, জুয়েল আহমদ, আব্দুল আহাদ, তানভির আহমেদ, রুজেল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার। প্রধান অতিথি’র বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম আহমদ বলেন, দৈনিক সুনামগঞ্জের সময় প্রতিষ্ঠাকাল থেকেই বঞ্চিত মানুষের কথা বলে আসছে। অনেক চড়াই উৎরাই অতিক্রম করে সাহসী সংবাদ প্রকাশ করছে। অনিয়ম রুখে দেয়ার অন্যতম একটি হাতিয়ার পত্রিকা। পেশাদারিত্ব সাংবাদিকতা অন্যায়ের পক্ষে আপোষ করেনা। মৃত্যু ঝুঁকি নিয়ে লিখে যায় নিরন্তর। সুনামগঞ্জের সময় সেটি বরাবরই প্রমান করেছে। আমি পত্রিকাটির সার্বিক সফলতা কামনা করি। পরে প্রধান অতিথি ও সম্পাদক উপজেলার প্রতিনিধিদের হাতে নতুন পরিচয়পত্র ও টি শার্ট তুলে দেন।