স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নে আসন্ন নির্বাচনে বিশেষ আলোচনার জন্ম দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট বুরহান উদ্দিন। সৎ, বিনয়ী ও উদীয়মান নেতা হিসেবে তিনি ভোটের মাঠে আলোচনার জন্ম দিয়েছেন। দলমতের উর্ধে ওঠেও তাকে সজ্জন মানুষজন আশির্বাদ ও প্রার্থনা করছেন। মানুষের ভালোবাসা নিয়ে মনোনয়ন পাবার পরই চষে বেড়াচ্ছেন তিনি।
এডভোকেট বুরহান উদ্দিন গত ইউপি নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। এবারও জননেত্রী শেখ হাসিনা তাকে আবারও নৌকা প্রতীক উপহার দিয়েছেন। তার পক্ষে নৌকাকে বিজয়ী করতে মাঠে নেমেছেন স্থানীয় নেতৃবৃন্দ। তারা দলীয় প্রার্থীকে নিয়ে রাত বিরাতে ঘুরে বেড়াচ্ছেন নির্বাহী মাঠঘাট। প্রার্থীও ক্লান্তিহীন পথসভা করে ভোটারদের দৃষ্টি কেড়েছেন।
এডভোকেট বুরহান উদ্দিন প্রতিটি সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলে গত ১৫ বছর ধরে যেসব উন্নয়ন করছেন তা তুলে ধরছেন তৃণমূল মানুষের মধ্যে। মুজিববর্ষে গৃহহীনদের গৃহদান, নলকুপ, স্বাস্থ্য সম্মত পায়খানা প্রদান, করোনাকালে একাধিকবার সহায়তা প্রদানসহ সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে গরিব ও অসহায় মানুষদের সহায়তা কার্যক্রম তুলে ধরছেন তিনি। তিনি ভোটারদের জানাচ্ছেন এই সহায়তাগুলো কোন চেয়ারম্যান বা মেম্বার দেননি। প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় কাঠইর ইউনিয়নবাসীকে ভালোবেসে উপহার হিসেবে দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই উপহার নিয়েও স্বজনপ্রীতি ও দুর্নীতি হয়েছে। আগামীতে যাতে সাধারণ মানুষ অগ্রাধিকার ভিত্তিতে এসব সহায়তা পায় তার জন্য নৌকা প্রতীকের প্রার্থীকে ভোটদানের আহ্বান জানান তিনি।