শাল্লা প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লায় জমির পরচা জালিয়াতির দায়ে নীতিশ পুরকায়স্থ নামে দলিল লিখক পুলিশের হাতে আটক হয়েছে।
সোমবার বেলা ২ টায় উপজেলা সদরে ঘুঙ্গিয়ার গাঁও তহশিল অফিসে এঘটনা ঘটে।
জানা যায় সোমবার সাবরেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রি হয়। সেই সুবাদে হবিবপুর ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত যতীন্দ্র পুরকায়স্থের ছেলে দলিল লিখক নীতিশ পুরকায়স্থ দিরাই উপজেলার জয়পুর গ্রামের চাকুয়া মৌজার একটি দলিল লিখতে গিয়ে জাল পরচা তৈরি করেন। সেই পরচা তিনি নিজে তহশিল অফিসে আনতে গেলে অফিসের লোকজন থানার খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নীতিশকে আটক করে। সেই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাবরেজিস্ট্রার অফিস মারফত জানা যায় ইতিপূর্বে ও এমন ঘটনার জন্য নীতিশ পুরকায়স্থ লিখিত মুছলেকা দিয়েছে সাবরেজিস্ট্রারের নিকট। ইতিপুর্বে নীতিশ মদ্যপান অবস্থায় দু্‘তিন বার পুলিশের হাতে আটক হয়েছিল। সে গিরিধর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বটে। তার পর ও সে দুর্নীতি অনিয়ম কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে্।
তবে নীতিশ পুরকায়স্থ আটক অবস্থায় বলেছে এই জালিয়াতি পরচা আজিজ মিয়া নামে একজন তৈরি করেছে। সে রহমতপুর গ্রামের মৃত ইছিন মিয়ার ছেলে সিলেট সেটেলমেন্ট অফিসে পিয়নের চাকুরী করছে। আজিজ মিয়া অবশ্য বলেছেন তিনি এই বিষয়ে কিছুই অবগত নন।
পরে আটককৃত দলিল লিখক নীতিশ পুরকায়স্থ কে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন এর নিকট হাজির করা হলে জালিযাতির বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের আওতায় নয় বলে নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন জানান। পরে আটককৃত নীতিশকে থানা হেফাজতে নিয়ে যায় বলে অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান।