স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, আমরা সম্প্রতি দ্রুততম সময়ে শতভাগ স্বচ্ছতার সঙ্গে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পদে ৫১জনকে নিয়োগ দিয়েছি। এই নিয়োগ কাজ চলাকালে স্বচ্ছতার জন্য জেলা প্রশাসনের কোন কর্মচারীদের যুক্ত করা হয়নি। এডিসি, ইউএনও ও ম্যাজিস্ট্রেটরা রাত তিনটা পর্যন্ত একটানা তিনদিন কাজ করে একটি সুন্দর নিয়োগকাজ বাস্তবায়ন করেছেন। নতুন নিয়োগ পাওয়া সবাইকে চাকুরিবিধি মেনে সততার সঙ্গে মানুষের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
১৬ নভেম্বর বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন সদ্য ৫১ জন চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ পরবর্তী পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিডি এলজি মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল ইমরান রুহুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক তামীম ইয়ামিন, এন এস আই ডিডি মোহাম্মদ রফিকুল ইসলাম, এনডিসি রিফাতুল হক, সহকারী কমিশনার সম্রাট হোসেন, এ এস এম রেজাউল করিম, শিল্পী রানী মোদক প্রমুখ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে প্রমুখ।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন আরো বলেন, আমরা এই মাসের মধ্যে নিয়োগ দিতে না পারলে কার্যক্রম বাতিল হয়ে যেতো। তাই সাবধানে দ্রুততম সময়ে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে পেরেছি। স্বচ্ছতার সঙ্গে মুক্তিযোদ্ধা, নারী, আদিবাসী, আনসার ভিডিপি, প্রতিবন্ধী কোটা যথাযতভাবে পালন করা হয়েছে।