স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঋণ খেলাফির দায়ে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীসহ চার চেয়ারম্যান প্রার্থী ও ২জন সাধারণ সদস্যের প্রার্থীতা বাতিল করেছে উপজেলা নির্বাচন অফিস। তবে আওয়ামী লীগ প্রার্থীসহ মনোনয়নসহ বাতিলকৃত অন্য প্রার্থীরা আপিল করেছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ ডিসেম্বর জামালগঞ্জের চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ২০১ জন মনোনয়নপত্র দাখিল করেন। ১২ ডিসেম্বর রবিবার ছিল মনোনয়ন যাছাই-বাছাইয়ের শেষ দিনে ঋণখেলাফির দায়ে ভিমখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আখতারুজ্জামান শাহ, বেহেলি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সুব্রত সামন্ত সরকার ও স্বতন্ত্র প্রার্থী মো. ফয়েজ আহমদ, ফেনারবাক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জুলফিকার চৌধুরী রানার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়াও ফেনারবাক ইউনিয়নে ৪নং ওয়ার্ডে শাহজাহানকে সমর্থনকারী স্বাক্ষর ও তথ্যগত ভুল থাকা এবং ফেনারবাক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী জাহাঙ্গীর জাহাঙ্গীরের বয়সজনিত কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, ঋণখেলাফির দায়ে আওয়ামী লীগের দুই চেয়ারম্যানপ্রার্থীসহ ৪জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন এবং দুইজন মেম্বার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তারা আপিল করতে পারবেন বলে জানান তিনি।