হাওর ডেস্কঃ
সৌদি আরব এবার তবলীগ জামাতকে নিষিদ্ধ ঘোষনা করেছে। তারা বলছে , তবলীগ জামাত সন্ত্রাসবাদের অনেকগুলোর দরজার একটি। আগামী ১৭ ডিসেম্বর থেকে এই ঘোষনা কার্যকর করা হবে।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, এই নিষেধাজ্ঞার ফলে পৃথিবীর বিভিন্ন দেশে তবলীগ জামাত ধীরে ধীরে সংকটে পরবে। কারন একসময় সৌদি আরবের বিভিন্ন চ্যারিটি থেকে তাবলীগ জামাতের মূল ফান্ড আসতো।
তবে সংবাদে বলা হয়েছে, বাংলাদেশ , পাকিস্তান , ভারত, ইন্দোনেশিয়া, মালয়শিয়া তাদের মতো করে তাবলীগ জামাতের কার্যক্রম চালিয়ে যাবে।
এদিকে সৌদি আরবের এই ঘোষনার পর দেওবন্দ মাদ্রাসার ডিরেক্টর ও শায়খুল হাদীস মাওলানা মুফতি আবুল ক্বাসিম নোমানী বলেন, তাবলীগ জামাত তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। তারা সারা বিশ্বে যেভাবে বিদা’ত , শিরকের বিরুদ্ধে কাজ করে যাবে সেটা করে যাবে।