স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে স্বাধীনতার সুর্বণজয়ন্তী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে সুনামগঞ্জ স্টেডিয়ামে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়। এসময় শহিদ আবুল হোসেন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় সাড়ে ৬শ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে কাপড় প্রদান করে সুনামগঞ্জ জেলা পরিষদ। তাছাড়া সুনামগঞ্জ জেলা পরিষদ স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে অসহায় ৫০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
বিজয়ের প্রথম প্রহরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন। তারা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।
বিকেলে সর্বস্তরের জনতা স্টেডিয়ামে দেশপ্রেমের শপথ নেন।