1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কমেছে : যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৩.৪৮ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
২০২০ সালে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কমেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এতে বলা হয়েছে, গত বছর বাংলাদেশে তিনটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও এসব ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

বৃহস্পতিবার ২০২০ সালের ‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজমে’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পর ঢাকার অসন্তোষের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনালাপের পর এই ইতিবাচক খবর দিল যুক্তরাষ্ট্র।

গত ১১ ডিসেম্বর র‌্যাবের ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে র‍্যাবের সাবেক প্রধান, বর্তমান পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার মধ্যে এ প্রতিবদেন প্রকাশ পেল; যাতে বাংলাদেশে জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যক্রম কমার ভালো খবর দেওয়া হয়েছে। র‌্যাবের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার খবরে অসন্তোষ প্রকাশ করা হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করা হয়। এই পদক্ষেপকে ‘খুবই দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ফোনালাপের সময়ও প্রসঙ্গটি তোলেন মোমেন। তিনি এ নিষেধাজ্ঞা দেশবাসী ‘গ্রহণ করেনি’ বলেও তাকে জানান। সমস্যা সমাধানে আলোচনায় ‘গুরুত্ব দিয়ে’ বাংলাদেশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে ‘আগে জানানোর’ জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানান মোমেন। বৃহস্পতিবার এমন খবর প্রকাশের মধ্যে রাতে বাংলাদেশ নিয়ে ইতিবাচক তথ্য প্রকাশ পেল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এ প্রতিবেদনে।

প্রতিবেদনের বাংলাদেশ অংশে পুলিশের বিশেষ দুই ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ) এর কার্যক্রমসহ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে বাংলাদেশের পদক্ষেপ তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, সিটিটিসিইউ ও র‌্যাব বিদেশের সঙ্গে যুক্ত জঙ্গি বা সন্ত্রাসীদের (ফরেন টেরোরিস্ট ফাইটার- এফটিএফ) গ্রেপ্তার বা তাদের বিষয়ে অনুসন্ধনে আমূল সংস্কার ও পুর্নবাসন কর্মসূচির পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম হাতে নিয়েছে।

এতে বলা হয়, বরাবরের মতো বাংলাদেশভিত্তিক সন্ত্রাসীদের সঙ্গে আইএস কিংবা আল-কায়েদার মতো আন্তর্জাতিক সন্ত্রাসীদের যোগসূত্র নেই বলে দাবি করে আসছে সরকার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকার একটি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় ২০১৯ সালে বিশেষ ট্রাইব্যুনালে ৭ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এটি এখন আপিল বিভাগে আছে।

২০১৬ সালে হলি আর্টিজান বেকারিতে চালানো ওই হামলায় এক আমেরিকান নাগরিকসহ ২০ জন নিহত হন। হামলাকারীদের দাবি, তারা জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সম্পৃক্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিচার ব্যবস্থার দুর্বলতা, যা বৈশ্বিক মহামারিজনিত সংকটে আরও প্রকট আকার নিয়েছে, সন্ত্রাসবাদের মামলাগুলোয় দশকব্যাপী জট তৈরি করেছে। এসব মামলায় রায় প্রদানের হার ১৫ শতাংশ। সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। জানুয়ারিতে কাউন্টার টেরিরিজম এজেন্সিকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ সরকার নতুন একটি ইউনিট গঠন করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করা হয় ২০১২ ও ২০১৩ সালে। ওই আইন অপরাধ বিচার ব্যবস্থায় পুরোদমে প্রয়োগ হতে থাকে ২০২০ সালেও। এই আইনের আওতায় সাতটি বিশেষ ট্রাইব্যুনালে বেশ কিছু মামলার বিচার শুরু হয়। এসব মামলার মধ্যে আছে ২০১৫ সালে ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলা। এই হত্যার দায় স্বীকার করে আল কায়েদাপন্থি জঙ্গি সংগঠন আনসার আল-ইসলাম।

নিজ সীমান্ত ও বন্দর নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক মহল ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কে-৯ নামের একটি ইউনিটকে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিয়েছে। তারা বিমানবন্দরে নিরাপত্তা দিচ্ছে। যদিও সেখানে তাদের উপস্থিতি স্থায়ী নয়।

এতে বলা হয়েছে, ইন্টারপোলের সঙ্গে বাংলাদেশ সরকার নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি শেয়ার করলেও, সন্ত্রাসী তালিকা দিতে পারেনি ঢাকা। চিহ্নিত কিংবা সন্দেহভাজন সন্ত্রাসী তালিকা করতে বাংলাদেশকে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের অধীনে মাদক ও অপরাধ দমনে আরও শক্তিশালী ভূমিকা রাখতে জাতীয় পর্যায়ে কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ সন্দেহভাজন জঙ্গি আস্তানায় নিয়মিত অভিযান চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত তদন্তকারী দল বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সিলেটের হযরত শাহ জালাল (র.) মাজারে হামলা ঠেকাতে সক্ষম হয়েছে। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী সিলেট থেকে নওগাঁ ও চট্টগ্রামে হামলায় জড়িত ছয় জনকে গ্রেপ্তার করেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!