স্টাফ রিপোর্টার::
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব করেছে বাংলাদেশ কলেজ- বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সুনামগঞ্জ জেলা শাখা। বুধবার দুপুরে সুনামগঞ্জ জগৎজ্যোতি পাঠাগারে আলোচনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব করে সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কলেজ সরকারিকরণ করা হলো এতো বছর আগে। কিন্তু আজ পর্যন্ত শিক্ষকরা সরকারি বেতন পেলেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছিলেন তেমন এখন সমস্ত শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। এসময় সকল কলেজকে সরকারিকরণের দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার মজুমদার, হবিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস।
অনুষ্ঠান শেষে অনুশীলন নামে একটি বইয়ের মোড়ক উন্মুচন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।