স্টাফ রিপোর্টার::
রবিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৬৬ জন হতদরিদ্রের মধ্যে ঢেউ টিন বিতরণ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম। রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঢেউ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাজী আবুল কালাম দরিদ্রদের হাতে টিন তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনাা বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকৌশলী আলা উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আব্দুল হেকিম, যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মজিদুর রহমান প্রমুখ।