স্টাফ রিপোর্টার::
দুষ্কৃতিকারীদের ইন্দনে কতিপয় শিক্ষার্থী জয়নগর বাজার মঈনুল হক কলেজের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নোংড়া স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন যুবলীগ। সোমবার দুপুরে জয়নগর বাজারে মোহনপুর ইউনিয়ন যুবলীগের শতাধিক নেতাকর্মী এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দায়ীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছে। এদিকে কতিপয় শিক্ষার্থী বাইরের কিছু দুষ্কৃতিকারীর ইন্দনে কলেজের নাম মুছে ফেলায় কলেজ পরিচালনা কমিটির এক সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমানের কাছে এক দশকের হিসাব চাওয়ায় কলেজ প্রতিষ্ঠাতা মঈনুল হক ও অন্যান্য পরিচালনা কমিটির সঙ্গে অধ্যক্ষের মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষ আরেকটি অংশ পরিচালনা কমিটির পক্ষে চলে যায়। এ নিয়ে গত কয়েকদিন ধরে কলেজে উত্তেজনা চলছে। এর জের ধরে গত রবিবার কতিপয় শিক্ষার্থী বহিরাগতদের নিয়ে প্রতিষ্ঠাতা মঈনুল হকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল দিয়ে কলেজের নাম রঙ দিয়ে মুছে ফেলে। মিছিলের এক পর্যায়ে মিছিলকারীরা প্রতিষ্ঠাতা মঈনুল হকের বিরুদ্ধে স্লোগান দিতে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নোংড়া স্লোগান দেয়। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ নেতাকর্মীরা ক্ষুব্দ হলে এলাকাবাসী পরিস্থিতি শান্ত করেন। এর প্রতিবাদে সোমবার দুপুরে মোহনপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি বাজার প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি তানভির আহমেদ জনিক, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জেলা ছাত্র লীগ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
এদিকে সোমবার দুপুরে কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. শামসুদ্দোহা কলেজের নাম ফলক মুছে ফেলার ঘটনায় শিক্ষার্থী শামীম আহমদসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছেন।