1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করলেন সাংসদ রতন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ৮.৪০ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল,কাইলানী, গুরমা ও সোনামড়ল হাওরের ১৫টি প্রকল্প বাস্তবায়ন কাজ সরোজমিনে পরিদর্শন করেছেন সুনামগঞ্জ ১ (ধর্মপাশা-জামালগঞ্জ ও তাহিরপুর) আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। আজ বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত তিনি এসব প্রকল্প কাজ ঘুরে ঘুরে দেখেন এবং প্রকল্প কাজের অগ্রগতি নিয়ে পিআইসির সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.মুনতাসির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) ধর্মপাশা উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য মো. ইমরান হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!