মোঃ মোশফিকুর রহমান স্বপন:
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে।
আজ সোমবার সকালে সুনামগঞ্জ -১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন’র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিকেলে ধর্মপাশা উপজেলা পরিষদ হল রুমে ৭ মার্চ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান পলাশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ
বিলকিস সহ উপজেলা মুক্তিযোদ্ধা বৃন্দ ও সরকারী, বেসরকারী কর্মকর্তা সহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, যার জম্ম না হলে এই দেশ স্বাধীন হত না, সেই মহান নায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাঙ্গালী জাতির সর্বশ্রেষ্ট অর্জন মহান স্বাধীনতা এ জাতির জাতিসত্তা রক্ষা, আর্থ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব রক্ষার্থে এ দেশের আপামর জনসাধারণ ১৯৭১ সালে অগ্নিঝরা মার্চে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু করে। ত্রিশ লাখ শহীদের রক্ত, দুলক্ষ নারীর আত্নত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে স্বাধীন দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে সুপরিচিত হয়েছে আমাদের এই বাংলাদেশ।