স্টাফ রিপোর্টার::
চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট প্রতিনিধি এবং সিলেট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর কোষাধ্যক্ষ সাদিকুর রহমান সাকী’র বড় ভাই আব্দুল হাই (মাশহুদ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ রবিবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর।
আজ বাদ জোহর গ্রামের বাড়ি সুনমাগঞ্জ জেলার ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামে জানাযা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে। তিনি ঈদ উল ফিতরের পর দিন হঠাৎ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।
সাদিকুর রহমান সাকির বড় ভাইয়ের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে সুনামগঞ্জ প্রেসক্লাব। সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি সৈয়দ তাহের আলম মনসুর ও সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।