1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুনামগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে নাচ গানে মাতালো শিশুরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ১০.৪২ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নাচ, গান, আবৃতিসহ সাংস্কৃতিক নানা কর্মসূচির মাধ্যমে দিনভর মেতেছিল সুনামগঞ্জের কোমলমতি শিশুরা। লাল সবুজ রঙের পোশাক পড়ে মঞ্চ আলোকিত করেছিল শিশুরা। তাদের শিশুতোষ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সুধীজন।
বৃহষ্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসন আয়োজিত ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি, সরকারি বালিকা এতিমখানা, অটিস্টিক স্কুল, সত্যশব্দ সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা দেশাতœবোধক ও জাগরণের গান পরিবেশন করে। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে একই মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম ইয়ামিন প্রমুখ।
এদিকে কোমলমতি শিশুরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত কবিতা, ছড়াসহ একক ও দলীয় দেশাতœবোধক সঙ্গীত পরিবেশন করে। সবশেষে জেলা শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠনের অর্ধ শত শিশু জাগরণের গান ‘জয় বাংলা, বাংলার জয়’ পরিবেশন করে। এই গানের মধ্য দিয়েই প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়।
তাছাড়া এ উপলক্ষে ঐতিহ্য যাদুঘর চত্বরে মেলারও আয়োজন করা হয়। মেলায় সরকারের বিভিন্ন দফতর অংশ নেয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!