স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শাল্লায় বাংলাদেশ কৃষকলীগ আহবায়ক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।অনুমোদিত কমিটির উদ্দ্যোগে মঙ্গলবার বেলা ১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আহবায়ক রঞ্জিত কুমার দাসের সভাপতিত্বে সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাল্লা ইউপি পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি কাজল কান্তি চৌধুরী।
গত ১৬ মার্চ জেলা কৃষকলীগ কমিটির আহবায়ক মোঃ আব্দুল কাদির শান্তি ও সদস্য সচিব বিন্দু তালুকদার স্বাক্ষরিত ৩১ সদস্যের শাল্লার কমিটি অনুমোদন দেন। উক্ত কমিটিতে রঞ্জিত কুমার দাসকে আহবায়ক ও মোঃ হাবিবুর রহমান হাবিব কে সদস্য সচিব করাসহ ৬ জনকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয় । অনুমোদিত কমিটির প্রথম সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক পি সি দাস পীযূষ,
যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আমিন, যুগ্ম আহবায়ক
আবুল হাসান চৌধুরী, যুগ্ম আহবায়ক বিকাশ রঞ্জন চক্রবর্ত্তী, যুগ্ম আহবায়ক মশিউর রহমান অরুপ, যুগ্ম আহবায়ক সুধাকর দাসসহ কমিটির ২২ জন সম্মানিত সদস্যবৃন্দ। সভায় পরিচিতি পর্বের পর সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২৩ মার্চ হতে ১০ এপ্রিল এর মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এবং প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড কমিটির জন্য ৫ সদস্য করে একটি উপ কমিটি গঠন করা হয়।