স্টাফ রিপোর্টার::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ডে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীর আকা ছবি ব্যবহার করা হয়েছে। এই খবরে প্রতিষ্টানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ পরিচালনা পরিষদ। এদিকে প্রতিষ্টানের ছাত্র মো. ছাবিকুল ইসলাম ইমনকেও অভিনন্দন জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন। তার ছবি ও তার আকা প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা কার্ডের ছবি দিয়ে ওই শিক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন মহল।
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলা শুভ নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ এর প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে সুনামগঞ্জ জেলা প্রশাসন কতৃর্ক পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বহুমাত্রিক প্রতিভাধর শিক্ষার্থী মোঃ ছাকিবুল ইসলাম ইমন এর আঁকা চিত্রকর্ম ব্যবহার করা হয়েছে। তার আকা ছবিতে বাঙলার নববর্ষের চিরায়ত চিত্রের অনাবিল প্রকাশ ঘটেছে। হাতি, তবলা, ঘুড়ি, পাখাসহ বৈশাখের প্রতীকগুলো নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন ওই শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর কার্যালয় ওই ছবিটি দেখে বাছাই করে কার্ডে ব্যবহার করেছে।
উল্লেখ্য এর আগেও ২০১৯ সালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের ঈদ কার্ডে মোঃ ছাকিবুলের চিত্রকর্ম ব্যবহার করা হয়েছিল।