ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নিখোঁজের চার দিন পর দোয়ারাবাজার সুরমা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সুরমা নদীর ভোজনা এলাকায় ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের আফতাব মিয়ার পুত্র মতিউর রহমান গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল। ওই ঘটনায় ছাতক থানায় একটি জিডি করেন মতিউরের পিতা। নিখোঁজের পরিবার জানায়, একই গ্রামের আব্দুর রহিমের পুত্র জাবির মিয়া সুরমা নদীতে মাছ ধরার কথা বলে মতিউর রহমানকে ডেকে নিয়ে যায়। একসাথে নদীতে মাছ ধরতে গিয়ে ওই রাতে জাবির বাড়ি ফিরলেও মতিউর আর বাড়ি ফিরেনি। তখন থেকেই সে নিখোঁজ রয়েছে। এদিকে মতিউর নিখোঁজের পর থেকে জাবির মিয়ার কথা বার্তায় সন্দেহ দেখা দেয়। একই সাথে থাকা মতিউরের কোনো সন্ধান দিতে না পারায় জাবিরের প্রতি জনমনে সন্দেহের সৃষ্টি হয়। নিখোঁজের পরিবার থেকে করা জিডির সূত্র ধরে বৃহস্পতিবার ছাতক থানার এস আই আতিকুল ইসলাম খন্দকার জাবিরকে আটক করে। পরে জাবিরের মোবাইল ফোনের সূত্র ধরে আরো ৩ জনকে নদী থেকে আটক করা হয়। এ তিন জন সুরমা নদীর বাউশা এলাকায় থাকা নদী খনন কাজের জাহাজ এক্যুয়া-৩ এর শ্রমিক বলে জানা গেছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।