স্টাফ রিপোর্টার::
বনগাঁও বিওপির টহল দল ১২ মে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের কান্দিরগাঁও নামক স্থান হতে ভারতীয় মদ-১ বোতল, সৌদি-৫০০ রিয়াল, বাংলাদেশী ১০,৭২৫/- টাকা, সীমসহ মোবাইল-২টি, মানিব্যাগ-১টি, মটর সাইকেল-১টিসহ ২ (দুই) জন আসামী আটক করে, যার আনুমানিক মূল্য ১,৭৯,৬৭৫/- টাকা।
বনগাঁও বিওপির টহল দল একই দিন সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের কান্দিরগাঁও নামক স্থান হতে ৯.৮ ঘনফুট ভারতীয় কাঠ আটক করে, যার আনুমানিক মূল্য ১৪,৭০০/- টাকা।
চারাগাঁও বিওপির টহল দল ঐদিনই তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদসহ ১টি মটর সাইকেল আটক করে, যার আনুমানিক মূল্য ১,৩০,০০০/- টাকা।
ডুলুরা বিওপির টহল দল একইদিন, অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে ১,২৫০ ঘনফুট ভারতীয় পাথর, ২টি স্টীলবডি নৌকা, ২টি ইঞ্জিন এবং ১টি পাম্প আটক করে, যার আনুমানিক মূল্য ১৬,৫৫,০০০/- টাকা।
বাগানবাড়ী বিওপির টহল দল ঐদিনই দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা নামক স্থান হতে ১৫০ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ১২,০০০/- টাকা।
বালিয়াঘাটা বিওপির টহল দল ১৩ মে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পশ্চিম লাকমা নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩০,০০০/- টাকা।
টেকেরঘাট বিওপির টহল দল একই তারিখে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা নামক স্থান হতে ১,৫০০ কেজি কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৯,৫০০/- টাকা।
ডুলুরা বিওপির টহল দল ঐদিনই বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের ডুলুরা নামক স্থান হতে ৩৫০ কেজি ভারতীয় চা-পাতা আটক করে, যার আনুমানিক মূল্য ১,৭৫,০০০/- টাকা।
আটককৃত মালামালের সর্বমোট মূল্য-২২,১৫,৮৭৫/- টাকা।
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, মটর সাইকেল, পাথর, স্টীলবডি নৌকা, ইঞ্জিন, পাম্প, চিনি, কয়লা শুল্ক কার্যালয় এবং কাঠ বনবিট কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, আটককৃত আসামীদ্বয়সহ ভারতীয় মদ, সৌদি রিয়াল, সীমসহ মোবাইল, মানিব্যাগ, মটর সাইকেল এবং বাংলাদেশী টাকা সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।