1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ সফলের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭, ৪.৫১ পিএম
  • ৫৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ সফলের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে দোয়ারাবাজার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার ফরিদুল ইসলাম। এসময় তিনি বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ৭ দিন ব্যাপি নানা কর্মসুচি পালন করা হবে। এ বছরের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘‘ মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’’। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সরকারের নানা মুখি উন্নয়ন কর্মসুচির অংশ হিসেবে মৎস্য চাষ ও সংরক্ষণে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। এ বছর উন্মুক্ত জলাশয়ে ১২ হাজার ৬শ ৭৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের জন্য মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধি মৎস্য সম্পদ সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নিয়মিত মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আসছে উপজেলা মৎস্য অধিদপ্তর। চলতি বছরে উপজেলায় বদ্ধ জলাশয়ে ১১শ মেট্রিক টন ও উন্মুক্ত জলাশয়ে ১২ শ ১০ মেট্রিকটন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ হিসেবে দোয়ারাবাজার উপজেলায় প্রতি বছর প্রায় ২০ কোটি টাকার মাছ উৎপাদন হয়ে থাকে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে মৎস্য চাষী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!