স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের উদ্যোগে ভানবাসি মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষদের মাঝে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহসভাপতি অনিক রায়, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জাওয়াদুল ইসলাম, সদস্য জয় রায়, সুনামগঞ্জ ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক নিমাই সরকার, সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমদ, সাধারণ সম্পাদক মো. জালাল সুমন, সুনামগঞ্জ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নরেন ভট্টাচার্য্য, সুজন নন্দী প্রমুখ।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি বলেন, সাধারণ মানুষদের বিপদে সব সময় ছাত্র ইউনিয়ন এগিয়ে এসেছে। সুনামগঞ্জে ভয়াবহ বন্যার শুরু থেকেই ছাত্র ইউনিয়নের কর্মীরা দৃঢ় মনোবলের সঙ্গে কাজ করে মানুষের পাশে থেকেছে। তারই ধারাবাহিকতায় আজকে সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়ন তিনশ’ ভানবাসি মানুষের মাঝে এই ত্রাণ সহায়তা দিয়েছে।
একই সঙ্গে বন্যার কবল থেকে মানুষকে রক্ষা করতে পরিকল্পিত নদী খনন, অপরিকল্পিত বাঁধ, উন্নয়ন থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।