হাবিবুর রহমান-হাবিব, শাল্লা থেকেঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরস্থ শাল্লা ডিগ্রি কলেজে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট কর্তৃক অকাল বন্যায় ফসল হারা ১৫০ জন কৃষকে কে ত্রাণ সহায়তা প্রদান করেছে। প্রত্যেককে ১হাজার টাকা করে এই সহায়তা দেয় সংগঠনটি।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন-নারায়নগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, প্রাক্তন সভাপতি ভবানী শংকর রায়,
সভাপতি উদীচি নারায়ণগঞ্জ জেলা সংসদ জাহিদুল হক দিপু, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক আফসার বিপুল।
এসময় আরও উপস্থিত ছিলেন-শাল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, উদীচি শিল্প গোষ্ঠী শাল্লা উপজেলা শাখার সভাপতি তরুণ কান্তি দাস, কানাইলাল সরকার, নেহার বেগম, কানন বালা সরকার, রবীন্দ্র চন্দ্র দাস,জ্েযাতির্ময় চৌধুরী, সুজিত চৌধুরী, সুষেন তালুকদার, দীপ্তি রাণী বৈষ্ণব, সাংবাদিক হাবিবুর রহমান-হাবিব ও আমীর হোসাইন।