স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পল্লীতে কয়েকটি গ্রামে শিয়াল আতঙ্ক দেখা দিয়েছে। গত বুধবার রাতে শিয়ালের কামড়ে ৫টি গ্রামের নারী, শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যার পর থেকে রাতের বিভিন্ন সময়ে বাংলাবাজার ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম কিরণপাড়া, উরুরগাও, কুশিউড়া, বড়খাল ও মির্জাপাড়া গ্রামে হানা দেয় পাগলা শিয়াল। এসময় শিয়ালের কামড়ে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কিরণপাড়া গ্রামের হাতিম আলীর স্ত্রী বতাই বিবি (৪৫), ভুলন মিয়ার স্ত্রী রিনা বেগম (৩০), কুশিউড়া গ্রামের বাদল মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪৫), কুশিউড়া গ্রামের বাবুল মিয়া )৩০) সহ ৫টি গ্রামের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বাংলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোছাইন জানান, বুধবার রাত থেকে আমার ইউনিয়নের কয়েকটি গ্রামে পাগলা শেয়াল হানা দিয়েছে বলে খবর পেয়েছি এবং বেশ কিছু মানুষকে কামড়িয়েছেও। আমি সরকারের সংশ্লিষ্টদের এ বিষয়ে অবগত করেছি।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু সলেহিন আহমদ বলেন, শিয়াল বা কুকুড়ের কামড়ের একই চিকিৎসা। কাউকে এই প্রাণী কামড়ালে জেলা সদর হাসপাতালে এসে ভ্যাক্সিন নিতে হয়। উপজেলা হাসপাতালে এই ব্যবস্থা নেই। তবে প্রতিটি উপজেলার বাজারে বেসরকারি কম্পানির ভ্যক্সিন আছে বলে জানান তিনি।