স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরহারা ৫০ পরিবারকে ঘর নির্মাণে নগদ অর্থ সহায়তা দিয়েছে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষা পরিবার। সোমবার বিকেলে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে উপজেলার ৪টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারকে ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়। শোকের দিনে অসহায় বন্যার্তদের সহায়তা করতে পেরে উচ্ছ্বসিত প্রাথমিক শিক্ষা পরিবার।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান বন্যার্তদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, সদর উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা সৈয়দ আহমদ সাহলান, সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অলিউল্লাহ, এনামুল হক মোল্লা, জেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন রশিদ প্রমুখ।
সদর উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তারা বন্যার্তদের গৃহনির্মাণে এই সহায়তা প্রদান করেন।
শোকের দিনে বন্যার্তদের হাতে গৃহ নির্মাণ সহায়তা তুলে দিতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি এসএম আব্দুর রহমান বলেন, শোকের দিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঘরহারা মানুষকে ঘর নির্মাণে নগদ সহায়তা তুলে দিতে পেরে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য হিসেবে আমরা আনন্দিত। এভাবে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন রাষ্ট্রের অসহায় মানুষদের পাশে দাড়ালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হবে।