স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ২৮বিজিবি জেলার বিভিন্ন সীমান্ত থেকে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসা গবাদি পশু, কাপড়, মাদক, চিনি, কয়লাসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে। যার অর্থ মূল্য প্রায় ২৫ লক্ষ ২০ হাজার ৫৩৫ টাকা। ৩০ আগস্ট সন্ধ্যা থেকে বিভিন্ন সময়ে এসব পণ্য জব্দ করে সীমান্ত রক্ষা বাহিনী। জব্দকৃত মালামাল শুল্ক কার্যালয়েঢ প্রেরণের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি বিউপির বিজিবি সদস্যরা বাগানবাড়ি থেকে ৭০ কেজি ভারতীয় চিনি, তাহিরপুর উপজেলার বালিয়াঘাট বিউপির বিজিবির টিহল দল লাকমাছড়া থেকে ৮০০ কেজি ভারতীয় কয়লা, ১টি বারকি নৌকা, লাউড়েরগড় বিউপির টহল দল শাহ আরেফিন মাজার এলাকা থেকে ১৬ বোতল ভারতীয় মদ, চারাগাও বিউপির টহল দল লালঘাট থেকে ২ হাজার কেজি ভারতীয় কয়লা, ১টি কাঠবডি নৌকা, ১টি ইঞ্জিন, দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া বিউপির টহল দল উত্তর পেকপাড়া থেকে ২টি ভারতীয় গরু, সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও বিউপির টহল দল চিনাউড়া থেকে ৭৪৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে। তবে এসব ঘটনায় কেউ আটক হয়নি। বিজিবির টহল দলের তৎপরতা লক্ষ্য করে পালিয়ে যায় চোরাকারবারিরা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. মো. মাহবুবুর রহমান বলেন, সীমান্তে বিজিবির জোড়ালো টহল অব্যাহত আছে। টহল দল বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে। এসব মালামাল শুল্ক কার্যালয়ে প্রেরণের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।