অনলাইন ডেক্স::
মিশরের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং দেশটির ইসলামিক বিষয়ক সুপ্রিম কাউন্সিলের সদস্য খালেদ আল জেন্ডি বলেছেন, মদ পান করে কেউ যদি মাতাল না হয় তা হলে, মদ্যপান হারাম নয়। মিসরের টেলিভিশন চ্যানেল ডিএমসি টিভিতে এক টক শো-তে আলোচনায় তিনি এ মন্তব্য করেছেন। তার এমন মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে এখন পর্যন্ত অন্য ইসলামি চিন্তাবিদরা তার বক্তব্যকে খ-ন করতে দেখা যায়নি। মদ্যপান ও মাতালের পার্থক্য তুলে ধরতে গিয়ে খালেদ আল জেন্ডি বলেন, একই ধরনের মদ পান করে কেউ যদি মাতাল না হয় তাহলে তার জন্য মদ্যপান হারাম না। আবার একই মদ পান করে কেউ যদি মাতাল হয়ে যায় তাহলে ওই ব্যক্তির জন্য মদ্যপান হারাম। খালেদ দাবি করেন, ইসলামে মাতাল হওয়া হারাম, গুনাহ এবং নিষিদ্ধ। মদপানের ফলে মাতাল ব্যক্তিদের জন্য ইসলামি শরীয়াতে শাস্তির ব্যবস্থা রয়েছে। সূত্র: ইজিপশিয়ান স্ট্রিটস।