স্টাফ রিপোর্টার::
বন্ধু এক্সপ্রেস সুনামগঞ্জ এর সহ- সাধারণ সম্পাদক ও ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ মোঃ সাজিনুর রহমান স্বরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬ টায় বন্ধু এক্সপ্রেস সুনামগঞ্জের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে এই শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় অতিথিবৃন্দ ও বন্ধু এক্সপ্রেসের বন্ধুগণ অধ্যক্ষ সাজিনুর রহমানের জীবনের নানা দিক তুলে ধরেন। বক্তারা তার প্রতিষ্ঠিত ও অক্লান্ত পরিশ্রমে আজকের অবস্থানে আসা ইসলামগঞ্জ কলেজের কোন স্থাপনা তার নামে নামকরণের আহ্বান জানান।
বক্তারা বলেন, সাজিনুর ছিলেন আলোকিত সমাজের প্রতিনিধি। তাই সাজিনুরের রেখে যাওয়া কাজ এগিয়ে নিতে হবে। বক্তারা আরো বলেন, সাজিনুর ছিলেন উদার ও দিলখোলা মানুষ। সে মানুষের হৃদয়ে ডুকে পড়তো। সাজিনুরকে কখনো ভোলার নয়।
ইসলামগঞ্জ কলেজকে আজকের অবস্থানে নিয়ে আসার পিছনে তার অক্লান্ত পরিশ্রম ও আতœত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, বাবার বন্ধুর অনুরোধে অজপাড়া গায়ের এই কলেজটির হাল ধরেছিলেন। তিনি ছিলেন কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ। প্রায় ১২ বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন তিনি। তার ধ্যান, জ্ঞান ছিল এই কলেজ। তার কারণেই কলেজটি এমপিও ভুক্ত হয়েছিল। বক্তারা আরো বলেন, সে কলেজের দায়িত্ব নেবার পর তার বন্ধুদের ধরে এনে বন্ধ কলেজের দারোদঘাটন করেছিল। তাদেরকে দিয়ে পাঠদান করে এই অবস্থায় নিয়ে এসেছে। তার বাবার ভাড়ারের ধান বিক্রি করে কলেজের কল্যাণে ব্যয় করেছে। তাই ইসলামগঞ্জ কলেজ আর সাজিনুর এক অবিচ্ছেদ্য অংশ। তার এই আতœত্যাগের মূল্যায়ণ করতে হলে কলেজ কর্তৃপক্ষকে কলেজের কোন স্থাপনার নাম তার নামে করে শ্রদ্ধা দেখানোর অনুরোধ জানান বক্তারা।
বন্ধু এক্সপ্রেস এর সভাপতি এড. পারভেজ আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার তালুকদার’র সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম মানস, স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সদর উপজেলার নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এড. সালেহ আহমেদ, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ সেরগুল আহমেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সাজিনুর রহমান’র বড় ভাই মিজানুর রহমান, সাংবাদিক খলিল রহমান, শামস শামীম প্রমুখ।