হাওর ডেস্ক::
এবার জেলা পরিষদ নির্বাচনে ভোটকক্ষে দ্বিতীয় কোনো ব্যক্তি নজরে আসেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এতে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। অনিয়মের কারণে গাইবান্ধা উপ-নির্বাচন বন্ধ করার বার্তায় এবার জেলা পরিষদে গুরুতর অনিয়ম না হওয়ার মতো ইতিবাচক প্রভাব পড়েছে বলেও মনে করেন সিইসি।
আজ সোমবার নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ৫৭ জেলা পরিষদের ভোট পর্যবেক্ষণ এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
এসময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও আলমগীর উপস্থিত ছিলেন।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট চলে ইভিএমে। হাজারে ভোটকক্ষের সার্বিক চিত্র কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করেন সিইসি ও সহকর্মীরা।