স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ৫টি উপজেলার সমন্বয়ে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী কুস্তিখেইড় মাঠ সংস্কারের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। ১০-১২ দিন পরে কুস্তিখেইড়সহ জেলা স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ সবধরনের খেলা নিয়মিত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। কোন সন্ত্রাসী বা চাঁদাবাজের হুমকিতে কুস্তি খেইড় বন্ধ করতে পারবেনা বলে জেলা ক্রিড়া সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা জানান।
২৭ অক্টোবর সুনামগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা ও জেলা ক্রিড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত একটি প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৬ অক্টোবর তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নূরুল হক আফিন্দির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন। লিখিত আবেদনে তিনি নূরুল হক আফিন্দি কুস্তির নামে বিভিন্ন গ্রামে চাঁদাবাজি করছেন বলে অভিযোগ করেন। পাশাপাশি সুনামগঞ্জ ক্রিড়া সংস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে অপতৎপরতার কারণেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
আব্দুল্লাহ আল নোমান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে পানি জেমে স্টেডিয়ামের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে শুধু কুস্তি খেইড়ই নয় স্টেডিয়ামে সব ধরনের খেলা পিছিয়ে দেওয়া হয়েছে। ১০-১২ দিন পরে কুস্তি খেইড়সহ সব ধরনের খেলা অনুষ্ঠিত হবে। তিনি স্বঘোষিত কোন নেতার কথায় কুস্তিপ্রিয় জনতাকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তাছাড়া কুস্তির নামে কেউ চাঁদা চাইলে তার বিরুদ্ধে পুলিশ ও জেলা ক্রিড়া সংস্থাকে অবগত করার আহ্বানও জানান।