সাইফ উল্লাহ::
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বানের পানি বাড়ছে। জামালগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে অর্ধশতাধিক গ্রামের মানুষ পানিবন্ধি অবস্থায় আছে। উপজেলার বেহেলী ইউনিয়নের মশলঘাট, বেহেলী, হাওরে আলী পুর, বদরপুর, ইনাতনগর, মদনাকান্দি, মাহমুদপুর, হিজলা, দুর্গপুর, হরিনাকান্দি গ্রামের প্রায় ৪ শতাধিক পরিবার পানিবন্ধি আছে বলে জনপ্রতিনিধিরা জানান।
জামালগঞ্জ সদর ইউনিয়নের ইনছানপুর, ঝুনুপুর, হুসেনপুর, ইউসুফ নগর সহ প্রায় ১ শত পরিবার এবং ফেনারবাক ইউনিয়নের হটামারা, নাজিমনগর, উদয়পুর, লালপুর, রসুলপুর, বিনাজুড়া, বিঞ্চুপুর সহ প্রায় ৯০টি পরিবার পানি বন্ধী, সাচনা বাজার ইউনিয়নের শামীমনগর, রাধানগর, পলকপুর, রহিমনগর, জামলাবাজ সহ প্রায় ৩শত ৫০টি পরিবার অপরদিকে ভীমখালী ইউনিয়নের বাহাদুরপুর, নোয়াগাও পূর্বপাড়া, উজ্জ¦লপুর, জাল্লাবাজ, মলিনগর, পুরাতন চানবাড়ী, মাহমুদপুর উত্তর পাড়া, ভীমখালী, কালীপুর লামার হাটি, মানিগাও ফুর্ব পাড়া, শ্রীপুর, জঙ্গলবাড়ীসহ ৪ শতাধিক পরিবার পানি বন্ধী অবস্থায় রয়েছেন। অনেকেই রাস্তায় ও আতœীয় স্বজনের বাড়ীতে বসবাস করছে বলে জানা গেছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বেহেলী ইউনিয়নের ইনাতনগর, মদনাকান্দি, মাহমুদপুর, হরিনা কান্দি বন্যার্তদের মধ্যে চাউল, শুকনো খাবারসহ ওষুধ বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়নের নবাগত চেয়ারম্যান অসিম কুমার তালুকদার, ইউপি সদস্য ও উপজেলা সরকারী কর্মচারী বৃন্দ।