পিসি দাস পীযুষ, বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওরের পানিতে গোসল করতে নেমে সদ্য এইসএসসি উত্তীর্ণ এক কলেজ ছাত্র মারা গেছে। দুপুর ২ টায় এলাকাবাসীর সহায়তায় অনিক রায় (১৭) নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সজল রায়ের ছেলে অনিক রায় এ বছর শাল্লা ডিগ্রি কলেজ থেকে এইসএসসি পাশ করে সিলেটের রামকৃষ্ণ মিশনে কোচিং করতে চলে যায়। সম্প্রতি সিলেট থেকে সে বাড়ি আসে। সোমবার দুপুর সাড়ে ১২টায় বাড়ির সামনে ছায়ার হাওরের কান্দায় গোসল করতে নামে। সাতার না জানা অনিক খেলতে খেলতে বেশি পানিতে চলে আসলে ডুবে মারা যায়। দুপুর ২টায় এলাকাবাসী হাওরে নেমে জাল ফেলে অনিক রায়ের মৃতদেহ উদ্ধার করে। তার মৃতদেহ দেখে মূর্ছা যান বাবা সজল রায় ও মা শর্মি রাণী রায়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শাল্লা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, গোসল করতে নেমে হাওরের পানিতে ডুবে মারা গেছে কলেজ ছাত্র অনিক রায়। তার মৃতদেহ এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।