স্টাফ রিপোর্টার::
রোকেয়া দিবসে সুনামগঞ্জে বেগম রোকেয়াকে নিয়ে একক বক্তৃতা ‘আজকের বাংলাদেশে রোকেয়ার প্রাসঙ্গিকতা’ বিষয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে ৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় এই অুনষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বেগম রোকেয়াকে নিয়ে ‘আজকের বাংলাদেশে রোকেয়ার প্রাসঙ্গিকতা’ বিষয়ে একক বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলাবিভাগের বিভাগীয় প্রধান ড. রোখসানা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিপাদ্য বিষয়ের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম মানস।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নির্মল ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামস শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কবি ও গবেষক ইকবাল কাগজী, সুনামগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ইভা রায়, কল্লোল তালুকদার চপল, এনামুল কবির প্রমুখ।
একক বক্তৃতার পরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বক্তব্য নিয়ে প্রশ্ন করেন। তাদের প্রশ্নের উত্তর দেন ড. রোখসানা চৌধুরী। অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী, লেখক-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।