স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি (রেজি নং এস ১২০৬৮) জগন্নাথপুর উপজেলা শাখার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাবেক সভাপতি শাহজাহান সিরাজকে পুনরায় সভাপতি ও বাউরকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নৃপেশ কান্ত দাসকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। গত ১৭ ডিসেম্বর তাদের স্বাক্ষরিত কমিটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে হস্থান্তর করা হয়।
কেন্দ্র কর্তৃক নব ঘোষিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পরিবারের সংশ্লিষ্টরা। নতুন কমিটির নেতৃবৃন্দও শিক্ষকদের অধিকার আদায়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন। তারা বলেছেন, শিক্ষকের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে কাজ করবেন নেতৃবৃন্দ। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সততা, নিষ্টা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
নবঘোষিত জগন্নাথপুর উপজেলা কমিটিতে সিনিয়র সহ সভাপতি ২জন, সহ সভাপতি ১৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১জন, সহ সাধারণ সম্পাদক ১১জন, সাংগঠনিক সম্পাদক ১জন, সহ সাংগঠনিক সম্পাদক ৯জন রয়েছেন। এছাড়াও আরো অনেকগুলো সম্পাদকীয় পোস্ট রয়েছে।