দুলাল মিয়া:
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের দরিদ্র শীতার্ত মানুষ , স্কুল শিক্ষার্থী ও বিভিন্ন উপজেলার মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।১৪ জানুয়ারি, শনিবার সকাল ১১:০০ ঘটিকায় সুনামগঞ্জ সদর উপজেলার আহমদাবাদস্থ দিলশাদ- হাজেরা অরফানেজ এন্ড ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে প্রায় ১,০০০( এক হাজার) শীতের কম্বল বিতরণ করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও খুলনার বিভাগীয় কমিশনার মো.জিল্লুর রহমান চৌধুরীর সহায়তায় ও অমিয়ধারা( স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংস্থা), মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এবং দিলশাদ- হাজেরা অরফানেজ এন্ড ওয়েলফেয়ার সেন্টার এর যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন – মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মজিদ,বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবী মো. সাবাজ মিয়া চৌধুরী,টুকের বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহাব, অমিয়ধারা (সমাজকল্যাণমূলক সংস্থা)’র সভাপতি অ্যাডভোকেট প্রণব কান্তি দাশ,মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মো.আবু সুফিয়ান চৌধুরী,অমিয়ধারা’র সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুজ আলী, দিলশাদ- হাজেরা অরফানেজ এন্ড ওয়েলফেয়ার সেন্টার এর সাধারণ সম্পাদক হাফিজ সালমান আহমেদ,সমাজসেবী মো.আবুল কালাম,রেজাউল করিম সোয়েব,অমিয়ধারা’র শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক অঞ্জন কুমার দে,সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক সমীরন তালুকদার, তথ্য প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, নির্বাহী সদস্য বরকত আলী ইমন,আলমগীর হোসেন, আসিফ বিল্লাহ্ ও শাহীন চৌধুরী প্রমুখ।
সংগঠনের নেতৃত্বেবৃন্দ বলেন- “হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশায় দরিদ্র শীতার্ত মানুষের কষ্টের সীমা নেই। এসব শীতার্ত দরিদ্রের মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি। করোনা মহামারীর সময়েও আমরা সক্রিয়ভাবে মানুষেরা পাশে ছিলাম। সমাজের মানুষের কল্যাণে আমাদের কর্মসূচিসমূহ অব্যাহত থাকবে। ”