স্টাফ রিপোর্টার::
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সুনামগঞ্জের সকল হাওরে বোরো ফসল রক্ষা বাধের নির্মাণকাজ শুরু না হওয়ায় উদ্বিগ্ন কৃষকদের প্রতি সংহতি জানিয়ে জেলার প্রতিটি উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ হাওর বাচাও আন্দোলনের ডাকে প্রতিটি উপজেলায় এই কর্মসূচি পালিত হয়। জেলা শহরে আলফাত স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গত ১৫ ডিসেম্বর বাঁধ হাওরের ফসলরক্ষা বাধ নির্মাণ কাজ শুরুর কথা থাকলেও এখনো পর্যন্ত দুই তৃতিয়াংশ হাওরে কাজ শুরু হয়নি। অথচ আগামী ২৮ ফেব্রুয়ারি বাধের কাজ শেষ হওয়ার কথা। যথা সময়ে কাজ শুরু করে শেষ না করলে বাধ টেকসই হয়না এবং এতে ফসলহানির ঝূকি থাকে বলে অভিযোগ করেন বক্তারা। তাছাড়া চলতি বছর বন্যার অজুহাত দেখিয়ে দ্বিগুণ বরাদ্দ দিয়ে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে বলে নেতৃবৃন্দ অভিযোগ করেন।
মানববন্ধন চলাকালে হাওর আন্দোলনের নেতৃবৃন্দ আরো অভিযোগ করেন, চলতি বছর জেলার ১২ উপজেলায় বোরো ফসল রক্ষাবাধ নির্মাণ প্রকল্পে সরকার ২০৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ পর্যন্ত ১ হাজার ১০১টি প্রকল্পে ৭৫৯ কিলোমিটার বাঁধ নির্মাণ করার কথা। কিন্তু এখনো অধিকাংশ প্রকল্পের কাজ শুরু করা যায়নি।
সুনামগঞ্জ আলফাত স্কয়ারের মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিজন সেন রায়, রমেন্দ্র কুমার দে মিন্টু, একে কুদরত পাশা, ওবায়দুল হক মিলন, দুলাল মিয়া প্রমুখ।